শিরোনাম
◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ‘মুসলিম কর্মী’ বরখাস্ত!

প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে বিদ্যুৎ বিভাগের এক চুক্তিভিত্তিক কর্মীকে ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

 প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই কর্মীকে চাকরিচ্যুত করে উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগ।
 
স্থানীয় কর্মকর্তাদের মতে, কৈলাসপুর পাওয়ার হাউসে কর্মরত সাকিব খান নামের ওই ব্যক্তি গত ৩১ মার্চ ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। 
 
 বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমারের বরাত দিয়ে পিটিআই জানায়, এই ঘটনাকে ‘দেশবিরোধী’ হিসেবে দেখা হয়েছে এবং বিভাগ (বিদ্যুৎ) তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে।
 
সঞ্জীব কুমার বলেন, ‘কৈলাসপুর পাওয়ার হাউসের চুক্তিভিত্তিক কর্মী সাকিব খান ঈদের নামাজ পড়ার পর ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এর একটি ছবি পোস্ট করেছিলেন। বিষয়টি বিভাগের নজরে আসার পর, এটিকে একটি দেশবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানিকে একটি চিঠি দিয়ে সাবিক খানকে চাকরি থেকে অপসারণের নির্দেশ দেয়া হয়।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়