শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন অফিসার, কে এই নিধি তিওয়ারি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব পদে নতুন নাম ঘোষণা করা হয়েছে। সোমবার ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নিধি তিওয়ারির নাম। বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে (PMO) ডেপুটি সেক্রেটারি পদে কাজ করেন নিধি। এবার ব্য়ক্তিগত সচিব পদে কাজ করবেন।

জানা গেছে, ২০১৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার নিধি তিওয়রি। কেন্দ্রীয় সরকারি দপ্তরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারির নিয়োগে অনুমোদন দিয়েছে। নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার।

সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কাজ করেছেন নিধি। নিউজ১৮-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সারা দেশের মধ্যে ৯৬-তে ছিল তার নাম। প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ শুরু করার আগে পররাষ্ট্রমন্ত্রালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স ডিভিশনে কাজ করেছেন তিনি।

২০২২ সালে আন্ডার সেক্রেটারি পদে পিএমওতে যোগ দেন নিধি। ২০২৩ সালে ডেপুটি সেক্রেটারি পদে প্রোমোশন হয় তার। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের বিদেশ ও সুরক্ষা সংক্রান্ত বিভাগে কাজ করেছেন তিনি। বিদেশনীতি, নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব ছিল তার ওপর।

আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার যে জ্ঞান আছে, তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তার হাতে। সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও কাজ করেছেন নিধি তিওয়ারি। এমনকী ভারত যখন জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করে, তখনো গুরুদায়িত্ব ছিল এই অফিসারের ওপরেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়