শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা বানানোর সময় বিস্ফোরণে ভারতে একই পরিবারের ৭ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা এলাকায় পটকা বানানোর সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।  
সোমবার (৩১ মার্চ) পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকার বণিক পরিবারে এই র্দুঘটনা ঘটে।  

দুর্ঘটনায় নিহতরা হলেন - অরবিন্দ বণিক (৬৫), তার মা প্রভাবতী বণিক (৮০) , পুত্রবধূ সান্ত্বনা বণিক (২৮), দুই ছেলের চার সন্তান - অর্ণব বণিক (৯) ও অস্মিতা বণিক (৮ মাস), আনুষ্কা বণিক (৬ মাস) এবং অঙ্কিত বণিক (৬ মাস)।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকাটি। কিছুক্ষণ পর স্থানীয়রা আগুন ও ধোয়া দেখতে পান ওই বাড়িতে। আগুন নেভাতে দ্রুত ছুটে আসেন তারা। আগুন নেভানোর সময় আবার কয়েকটি বিস্ফোরণ ঘটে। বাড়িতেই পটকা মজুত ছিল। সেগুলো আবারও বিস্ফোরিত হয়। গ্যাস সিলিন্ডার ছিল একটি কক্ষে, সেটিও বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বংশ পরম্পরায় দীর্ঘ দিন ধরেই পটকা বানাত ওই বণিক পরিবার। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক দুই ভাইয়ের পরিবার এটি। তাদের পরিবারে মোট ১১ জন সদস্য। পটকা তৈরির লাইসেন্স রয়েছে তাদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়