শিরোনাম
◈ মার্কিন শুল্কে তৈরি পোশাক খাতের উদ্বেগ অস্বস্তি কি কেটে গেছে? ◈ স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা ◈ এনসিপি নেতাদের ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ নিয়ে ভিডিও বার্তা ◈ নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি ◈ সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন ◈ নিবন্ধনপ্রত্যাশী এনসিপিসহ ১৪৪ দলের তথ্য জমার সময়সীমা শেষ আজ ◈ ঘরে ঘরে হঠাৎ বেড়েছে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা, চিকিৎসকরা বলছেন একসঙ্গে তিন ভাইরাস ছড়াচ্ছে ◈ জুলাই সনদ নিয়ে ভুয়া‌ চিঠি, পুলিশ সদর দপ্তরের হুঁশিয়ারি ◈ শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না: উপদেষ্টা ফরিদা আখতার (ভিডিও) ◈ বেনাপোল বন্দর এলাকায় দুর্ধর্ষ চুরির ৪৮ ঘন্টার মধ্যে চোর গ্রেফতার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি ইয়ার্ডেন বিবাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। খবর এএফপি।

ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও তাদের দুই সন্তানও হামাসের হাতে জিম্মি ছিলেন। তবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে ইয়ার্ডেন বলেন, ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি অসম্ভব হয়ে পড়ছে।

রোববার (৩০ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

তিনি আরও বলেন, আমি জানি, ট্রাম্প সাহায্য করতে পারেন। আমি আজ এখানে শুধু তার কারণেই। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। যা টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায়।

এমনকি ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলের হামলা থামেনি। গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়