শিরোনাম
◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৪১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল, আজ, আমি কেবল একটি সংখ্যা’

হামাসের হাতে জিম্মি এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪)। ছবি: সংগৃহীত

গাজায় জিম্মি দুই ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে উপত্যকার শাসক দল হামাস। এলকানা বোহবোট (৩৫) এবং ইউসুফ-হাইম ওহানা (২৪) নামের দুজনকেই ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ওই ভিডিওটিতে দেখা যায়, বোহবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। 

বোহবোট ভিডিওতে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল।  আজ, আমি কেবল একটি সংখ্যা। ’

ওহানা ভিডিওতে ব্যাখ্যা করেছেন, তারা (হামাস) আমাদের ভিডিওটি তৈরি করতে বলেছেন।  তিনি আরও ব্যাখ্যা করেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তা কঠিন ছিল।

তিনি বলেন, ‘প্রায় কোনও খাবারই নেই। কোনও নিরাপদ জায়গা নেই।  আরও খারাপ বিষয় যে আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। ’

এরপর ওহানা যুদ্ধবিরতি চুক্তির সমাপ্তি সম্পর্কে বলেন, ‘গত ১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ’

ভিডিওতে বোহবোট ক্ষুব্ধভাবে বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছে, যথেষ্ট হয়েছে। যেসব জিম্মি আগে আমাদের সঙ্গে ছিল এখন মুক্তি পেয়েছে, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন।  তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন। তাদের কথা বলতে দিন। সত্য বেরিয়ে আসুক। ’

বোহবোট এরপর মুক্তিপ্রাপ্ত জিম্মি ওহাদ বেন আমির উদ্দেশে প্রশ্ন করেন, ‘তুমি কেন তাদের বলো না? তুমি আমাদের সাথে ছিলে। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়