শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালল হুথিরা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে, ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইসরায়েলজুড়ে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে, ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সতর্ক করতে সাইরেন বাজিয়ে ছিল। পরবর্তীতে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনী ভূপাতিত করে।

এটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন সামরিক অভিযান শুরু করেছে, যার পাল্টা হিসেবে হুথি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকেও হুথির ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল।

গোষ্ঠীটি শনিবার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি ছিল গত দুই দিনের মধ্যে তৃতীয় হামলা।

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমাকে অনিরাপদ রাখবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরুর ঘোষণা দিয়েছিলেন এবং তেহরানকেও সতর্ক করে দেন, যেহেতু তারা এই গোষ্ঠীকে সহায়তা প্রদান করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়