শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকার মন ভালো করতে কোলে বসিয়ে মোটরসাইকেল ড্রাইভিং, অতঃপর...

মন ভালো নেই প্রেমিকার। তাই তাকে খুশি করতে কোলে বসিয়েই ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালালেন প্রেমিক। এই ভিডিও ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গ করায় প্রেমিকের ঠাঁই হয়েছে জেলে।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। 
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শারজাপুর মেইন রোডে প্রেমিকাকে কোলে বসিয়ে বাইক চালিয়েছিলেন ওই যুবক। কেউ একজন এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। বিষয়টি নজরে আসতেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করে পুলিশ।
জানা গিয়েছে, বেলান্দুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ ধারা (ব্যস্ত রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বা বাইক চালানো) এবং মোটরযান আইনের অধীনে মামলা করে পুলিশ। 

তদন্তে জানা গিয়েছে, ওই যুবক এবং তার বান্ধবী দুজনেই চেন্নাই থেকে গত ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে বাইকে উঠেছিলেন।

পুলিশ জানিয়েছে, দুই বছর আগে ওই যুবক বেঙ্গালুরুতে এসেছিলেন। গত বছর তার বান্ধবী চেন্নাইয়ে আসেন।

গ্রেপ্তারের পর যুবক বলেন, কোনো কারণে আমার বান্ধবী হতাশ ছিল। তাই আমি তাকে বাইরে নিয়ে গিয়েছিলাম। তার পরেও মন-মেজাজ খারাপ ছিল।

তাই আমি ওকে কোলে বসতে বলি। আমি শারজাপুর মেইন রোড ধরে বাইক চালাচ্ছিলাম। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে এই বিষয়টির জন্য আমাকে থানায় যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়