শিরোনাম
◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসের সবচেয়ে বড় অনলাইন জালিয়াতি ১৫০ কোটি ডলার নিয়ে যা জানা গেল

ইতিহাসের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক জালিয়াতি ও লুটের পেছনে উত্তর কোরিয়ার হ্যাকারদের হাত রয়েছে বলে দাবি করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। তারা দাবি করেছে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইবিট থেকে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যে অর্থ চুরি হয়েছে, তার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকরদের হাত আছে। সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে, সর্বোচ্চ চুরির ঘটনাটি ঘটেছিল ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের ঠিক আগে। পশ্চিমা বিশ্বের দাবি, সে সময় ইরাকের শাসক সাদ্দাম হোসেন ডিজিটাল জালিয়াতির মাধ্যমে দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে এক বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছিলেন। বিশ্লেষকেরা বাইবিট এক্সচেঞ্জ থেকে দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার চুরিকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সাইবার অপরাধের দক্ষতার ইঙ্গিত বলে মনে করছেন।

উত্তর কোরিয়ার হ্যাকারদের এই বিশেষ ধরনের সাইবার অপরাধকে ‘ট্রেডার ট্রেইটার’ বা বাণিজ্যিক বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেছে এফবিআই। সংস্থাটি সতর্ক করেছে যে, দুবাইভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম বাইবিট থেকে চুরি হওয়া ভার্চুয়াল সম্পদ অবশেষে নগদ মুদ্রায় রূপান্তর করা হবে।

এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ট্রেডার ট্রেইটার হামলাকারীরা দ্রুত অগ্রসর হচ্ছে এবং এরই মধ্যে কিছু চুরি হওয়া সম্পদ বিটকয়েন ও অন্যান্য ভার্চুয়াল সম্পদে রূপান্তর করেছে, যা হাজারো অ্যাড্রেসের মাধ্যমে একাধিক ব্লকচেইনে ছড়িয়ে দেয়া হয়েছে।’ অনুবাদ: চ্যানেল ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়