শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ০২:৫৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবেশীর মাথা কেটে থানায় হাজির বাবা-ছেলে

ভারতের মহারাষ্ট্রে বাবা-ছেলে এক প্রতিবেশীকে হত্যার পর বিচ্ছিন্ন মাথা নিয়ে আত্মসমর্পণের জন্য থানায় যায়। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজ্যের নাসিক জেলার দিন্দোরি তালুকের নানাশি গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার এবং তার ছেলেকে আটক করে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত ৪০ বছর বয়সী সুরেশ বোকের সঙ্গে প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের বিরোধ চলছিল। মাধেমধ্যেই দু’পক্ষের মধ্যে ছোটখাটো অশান্তি হত। তবে বুধবার সেই অশান্তি চরমে ওঠে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সুরেশের মেয়ে বাড়ি ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। সুরেশের সন্দেহ তার কন্যাকে পালাতে সাহায্য করেন রামচন্দ্র। আর সেই সন্দেহের বশেই রামচন্দ্রের সঙ্গে বুধবার ঝামেলার সূত্রপাত। প্রথমে কথা কাটাকাটি হয়। তার পর তা হাতাহাতিতে পৌঁছয়।

অভিযোগ, হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে রামচন্দ্রের ওপর হামলা চালান সুরেশ ও তার ছেলে। তার পর তার মাথা কেটে ফেলেন। এরপরই নির্যাতিতার মাথা ও অস্ত্র নিয়ে নানাশি থানায় যান তারা।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বোকের বাড়ি ভাঙচুর এবং তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তীব্র উত্তেজনার মধ্যে, স্থানীয় পুলিশ কর্মী এবং স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স (এসআরপিএফ) এর সদস্যদের মোতায়েন করা হয়।

রামচন্দ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বোকে গ্রেপ্তার করা হলেও তার ছেলেকে আটক করা হয়। নিরাপত্তার কারণে দু’জনকেই দিন্দোরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।  উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়