শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ১১:২০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলার সমাপ্তি ঘোষণা, ফিরে গেছে ইসরায়েলি বিমান, অভিযানে শেষে যা বলল ইসরাইল

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইরানে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল।তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। 

হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আরও ‘ভুল’ করে, তাহলে ইসরাইল তার জবাব দেবে।

ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’  

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরাইল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলেছিল তেহরান। এবার আইডিএফ বলছে, ইসরাইল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরাইলি এই শীর্ষকর্তার আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলটিকে আরও বৃহত্তর উত্তেজনার দিকে টেনে আনতে চায়। তাদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে, আমাদের ক্ষমতা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার সংকল্প উভয়ই রয়েছে। 

আমরা অপরাধ দমন এবং প্রতিরক্ষা সুরক্ষায় ইসরাইল রাষ্ট্র এবং ইসরাইলের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত’।

সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়