শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করল চীন

চার দশকেরও বেশি সময় পর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম’র পরীক্ষা চালিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক পানিসীমায় আইসিবিএম নিক্ষেপ করার এ ঘটনায় প্রতিবেশী দেশগুলো প্রতিবাদ জানিয়েছে।

চীন অবশ্য বলেছে, এটি একটি ‘নিয়মিত’ পরীক্ষা এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়নি। চীনা গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘সংশ্লিষ্ট দেশগুলোকে’ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা আগেভাগে জানানো হয়েছিল। তবে জাপান উদ্বেগ প্রকাশ করে বলেছে, চীন তাকে কিছু জানায়নি। পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

আইসিবিএম দিয়ে পাঁচ হাজার পাঁচশ’ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বে আঘাত করা যায় বলে ধারনা করা হয় চীন তার ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

বেইজিং জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় দেশটি কৃত্রিম বোমা বহনকারী একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা পূর্বনির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে। ধারনা করা হচ্ছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোথাও এটি পড়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি ছিল একটি ‘নিয়মিত পরীক্ষা’ এবং ‘বার্ষিক প্রশিক্ষণের’ অংশ হিসেবে তা চালানো হয়েছে।

তবে বাস্তবতা হচ্ছে, এটি কোনো বার্ষিক পরীক্ষা ছিল না বরং চীন এর আগে তার সর্বশেষ আইসিবিএম’র পরীক্ষা ১৯৮০’র দশকে চালিয়েছিল। এছাড়া, চীন সাধারণভাবে এ ধরনের অস্ত্রের পরীক্ষা দেশটির অভ্যন্তরেই শিনজিয়াং অঞ্চলের তাকলামাকান মরুভূমিতে করে থাকে। এ কারণে দেশের বাইরে এবারের আইসিবিএম নিক্ষেপ করার ঘটনাকে ভিন্নভাবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়