ঘুম ভাঙতেই বুকে ব্যথা হচ্ছে, এটা কি কোনও ভয়াবহ রোগের ইঙ্গিত?
ঘুম থেকে উঠে হঠাৎ বুকের ভেতর অস্বস্তি বা ব্যথা এই অনুভূতিটা যে কাউকেই আতঙ্কিত করে তুলতে পারে। অনেক সময় মনে হয়, এটা বুঝি হার্টের কোনও সমস্যা। আবার কখনো ভাবি, হয়তো গ্যাস্ট্রিক বা মানসিক চাপের ফল। কিন্তু বুকব্যথা এমন একটি উপসর্গ, যাকে কখনোই হালকাভাবে নেয়া ঠিক নয়। কারণ এর পেছনে যেমন সাধারণ কারণ থাকতে পারে, তেমনি লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী ঝুঁকিও। ঘুম থেকে উঠে বুকব্যথা হওয়ার সম্ভাব্য কারণগুলো জানিয়েছেন চিকিৎসকরা।
হার্টের কারণে বুকে ব্যথা
- হার্ট অ্যাটাক: হৃদযন্ত্রে রক্ত সরবরাহকারী ধমনিতে হঠাৎ বাধা সৃষ্টি হলে হার্ট অ্যাটাক হয়। সাধারণত রক্ত জমাট বেঁধে এই সমস্যা দেখা দেয়। বুকের মাঝখানে চাপ বা তীব্র ব্যথা অনুভূত হতে পারে।
- অ্যাঞ্জাইনা: হৃদযন্ত্রে রক্তপ্রবাহ কমে গেলে অ্যাঞ্জাইনার ব্যথা হয়। ধমনিতে চর্বি জমে সংকীর্ণ হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়।
- পেরিকার্ডাইটিস: হার্টের চারপাশের আবরণে প্রদাহ হলে এ ব্যথা হয়। শ্বাস নেয়ার সময় বা শুয়ে থাকলে ব্যথা বাড়তে পারে।
- মায়োকার্ডাইটিস: হার্টের পেশিতে প্রদাহ হলে হৃদ্স্পন্দন অনিয়মিত হতে পারে এবং বুকব্যথা দেখা দেয়।
- অর্টিক ডিসেকশন বা ফেটে যাওয়া: হৃদযন্ত্র থেকে বের হওয়া প্রধান ধমনি অর্টার ভেতরের স্তর ছিঁড়ে গেলে এটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় পরিণত হয় এবং তীব্র বুকব্যথা হয়।
হজম–সম্পর্কিত কারণ
- বুকজ্বালা: পেটের অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকের ভেতর জ্বালাপোড়া বা ব্যথা হয়, যা অনেক সময় হার্টের ব্যথার মতো মনে হয়।
- ডিসফেজিয়া: খাবার গিলতে অসুবিধা হলে বুকের ভেতর ব্যথা বা চাপ অনুভূত হতে পারে।
- প্যানক্রিয়াটাইটিস: অগ্ন্যাশয়ে প্রদাহ হলে ওপরের পেটে ব্যথা হয়, যা বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
- গলস্টোন বা পিত্তথলির প্রদাহ: পেটের ব্যথা অনেক সময় বুকে ছড়িয়ে পড়ে এবং ঘুম ভেঙে যেতে পারে।
শ্বাসতন্ত্র–সম্পর্কিত কারণ
- পালমোনারি এম্বোলিজম: ফুসফুসের ধমনিতে রক্ত জমাট বেঁধে গেলে হঠাৎ বুকব্যথা, শ্বাসকষ্ট ও চাপ অনুভূত হয় যা হার্ট অ্যাটাকের মতোই ভয়ংকর।
- প্লুরিসি: ফুসফুসের আবরণে প্রদাহ হলে শ্বাস নেয়া বা কাশির সময় বুকব্যথা বাড়ে।
- পালমোনারি হাইপারটেনশন: ফুসফুসের ধমনিতে উচ্চ রক্তচাপ হলে বুক টানটান লাগা ও হৃদকম্পন বেড়ে যেতে পারে।
- ফুসফুসের ক্যানসার: গভীর শ্বাস বা কাশির সময় বুকব্যথা বাড়তে পারে।
- ফুসফুস ধসে যাওয়া (নিউমোথোরাক্স) ফুসফুস ও বুকের দেয়ালের মাঝখানে বাতাস ঢুকে গেলে শ্বাস নেয়ার সময় তীব্র ব্যথা হয়।
অন্যান্য কারণ
- কস্টোকন্ড্রাইটিস:পাঁজরের হাড় ও বুকের মাঝের কার্টিলেজে প্রদাহ হলে বুকব্যথা হয়, যা হার্ট অ্যাটাকের মতো মনে হতে পারে।
- প্যানিক অ্যাটাক: হঠাৎ তীব্র ভয়, বুকব্যথা, হৃদকম্পন বেড়ে যাওয়া, শ্বাস দ্রুত হওয়া, ঘাম এসব একসঙ্গে হলে এটি প্যানিক অ্যাটাক হতে পারে।
- আঘাত বা পেশির টান: ঘুমের মধ্যে শরীর মোচড়ানো বা আগের কোনও আঘাতের কারণে বুকব্যথা বাড়তে পারে।
ঘুম থেকে উঠে বুকব্যথা হলে প্রথমেই ভাবতে হবে এটা কি আগে থেকে জানা কোনো সমস্যার কারণে? যেমন পাঁজরের আঘাত বা গ্যাস্ট্রিক। কিন্তু ব্যথা যদি হঠাৎ হয়, তীব্র হয়, কয়েক মিনিটের বেশি স্থায়ী হয় বা সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম, মাথা ঘোরা থাকে তাহলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা নেয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। কারণ বুকব্যথা কখনো সাধারণ হজমের সমস্যা, আবার কখনো প্রাণঘাতী হৃদরোগ বা ফুসফুসের জটিলতার সংকেত হতে পারে। সন্দেহ হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ।
সূত্র: হেলথলাইন