শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের সময় চুল পড়া রোধে

ঘুম থেকে উঠে দেখলেন, বালিশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ঝরে পড়া মাথার চুল। এ সমস্যা দূর করতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

সিল্ক বা সাটিনের তৈরি বালিশের সঙ্গে চুলের ঘর্ষণ হয় না। এগুলো ব্যবহারে চুল মসৃণ থাকতে পারে।

ঘুমানো কিংবা বালিশে মাথা দেওয়ার আগে নিশ্চিত করতে হবে, মাথার চুল সম্পূর্ণ শুষ্ক। কারণ, ভেজা অবস্থায় চুলের গোড়া পানি শোষণ করে। ফলে চুল দুর্বল অবস্থায় থাকে। তাই সেগুলো ভেঙে যায় বেশি।

শরীর যখন বিশ্রামের পর্যায়ে চলে যায়, তখন কিছু হরমোন নিঃসৃত হয়, যেগুলো নতুন চুল গজাতে সহায়তা করে। এ কারণেও পুরোনো চুল পড়ে যায়। এটি প্রাকৃতিক বিষয়। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

চুল খুব শুষ্ক ও ঝরঝরে হলে ভেঙে যাওয়ার প্রবণতা বেশি হয়। এ ক্ষেত্রে ঘরের বাতাসকে ভালোভাবে আর্দ্র রাখার চেষ্টা করতে হবে।

ঘুমানোর সময় চুল আঁটসাঁট রাখা যাবে না। টাইট করে বাঁধা বান, বিনুনি বা পনিটেইল করে ঘুমাতে যাওয়া উচিত নয়। ঢিলেঢালা পনিটেইল বা ঝুঁটি মাথার ত্বক চাপমুক্ত রাখে। এতে চুল পড়ে না।

নিয়মিত মাথার ত্বক ম্যাসাজ করুন। এতে চুলের পরিমাণ বাড়ে, চুলের ফলিকলে রক্ত ​​​​প্রবাহ বৃদ্ধি হয়। এ প্রক্রিয়া অক্সিজেনের পাশাপাশি চুলে পুষ্টি সরবরাহ করে, চুলের বৃদ্ধি উদ্দীপ্ত করে এবং চুল ভেঙে ঝরে যাওয়া প্রতিরোধ করে।

সূত্র: হেলথ শটস

  • সর্বশেষ
  • জনপ্রিয়