শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ–সামান্থার বিয়েতে নতুন ঝড়: সাবেক স্ত্রী দাবি—‘শেষবার দেখেছি, তখনও তিনি বিবাহিত’

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্যজীবনে ইতি টানার পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই বিচ্ছেদের প্রায় চার বছর পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে দ্বিতীয়বার বিয়েরবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। 

তবে দক্ষিণী পরিচালকেরও এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২৩ সালেও পরিচালকের সঙ্গে আদুরে ছবি ভাগ করতেন তার প্রথম স্ত্রী শ্যামলী। কিন্তু ইতোমধ্যে বদলে গেছে সমীকরণ। রাজ এখন সামান্থার স্বামী। এর মাঝেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, রাজ নিদিমোরু নাকি এখনো শ্যামলীর স্বামী।

এর আগে ২০২৪ সাল থেকে রাজ নিদিমোরুর সঙ্গে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট দিতে শুরু করেন সামান্থা। যতবার রাজ-সামান্থার ছবি প্রকাশ্যে এসেছে, ততবারই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শ্যামলী। সোমবার (১ ডিসেম্বর) সকালে যখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রাজ ও সামান্থার বিয়ের খবর ছড়িয়ে পড়ে, সেই সময়ে শ্যামলী একটি পোস্ট দেন। 

সেখানে সাবেক রাজপত্নী লেখেন—বেপরোয়া মানুষদের বেপরোয়া সিদ্ধান্ত।

এরপর থেকেই রাজের সঙ্গে তোলা শ্যামলীর ছবির মন্তব্যবাক্সে সামান্থাকে দুষছেন এক দল নেটাগরিক। এবার শ্যামলীর ঘনিষ্ঠ বান্ধবী ভাবনা তপাডিয়াও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। সেখানে রাজের সাবেক স্ত্রীকে একটি পোস্টে ট্যাগ করে লিখেছেন—যারা আমাকে জিজ্ঞাসা করছেন, তাদের উদ্দেশে বলছি— শেষবার যখন ওকে দেখেছি, তখনো ও বিবাহিত ছিল। আর শেষবার বলতে এ মুহূর্তকে বোঝাচ্ছি।

প্রশ্ন উঠছে— তবে কি শ্যামলীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই সামান্থাকে বিয়ে করে ফেললেন রাজ নিদিমোরু? যদিও রাজ কখনো নিজের ব্যক্তিগতজীবন নিয়ে কোনো মন্তব্য করেননি। এমন তথ্য ছড়িয়ে পড়ার পরও নীরব আছেন পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়