শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে, যে কারণে ক্ষোভ নিয়ে বললেন মৌ শিখা

মৌ শিখাছবি : ফেসবুক

কয়েক মাস আগেও অভিনয়ে ব্যস্ত ছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী মৌ শিখা। মাসের প্রায় ২০ দিন কাজ করতেন; কিন্তু গত কয়েক মাসে সেই চিত্র পাল্টে গেছে। আড়াই মাস ধরে এই অভিনয়শিল্পীর কাজ একেবারে কমে গেছে। তা নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন মৌ শিখা। সেখানে তিনি লিখেছেন, ‘নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা করছে।’ 

মৌ শিখা লিখেছেন, ‘অনেক বছর থেকে অভিনয় করে আসছি। এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম; কিন্তু আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, সেখানে আড়াই মাস যাবৎ মাসে চার থেকে পাঁচ দিন কাজ করছি। তাহলে কীভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী? অভিনয় করেই আমার সংসার চলে।’

বেঁচে থাকতে অভিনয়শিল্পী হিসেবে মূল্যায়ন চান, মৃত্যুর পর মূল্যায়নের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে মহিলা তো কত ভালো ছিল, কত সহজ–সরল ছিল, কারও সাতপাঁচে ছিল না; কারও সামনে–পেছনে ছিল না। আহা রে মহিলাটার আত্মা শান্তি পাক; কিন্তু তাতে কি লাভ হবে আমার, বেঁচে থাকতে তো দরকার আমার কাজের, বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে; কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব। আমি জানি না; তবে আমার অনুরোধ, আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও কোনো দরকার নেই।’

দীর্ঘ ২৫ বছরে একই পারিশ্রমিকে এবং সমানতালে কাজ করছেন; কিন্তু হঠাৎ কাজ কমে যাওয়ায় উদ্বিগ্ন উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘হঠাৎ কেন কাজ কমে গেল! কেন আমাকে পরিচালকেরা ডাকছেন না, মনে করছেন না কেন। তাঁদের গল্পের চরিত্রের সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারব। আমি তো আমার সম্মানী বাড়াইনি।’

২৫ বছর যাবৎ বিনোদন অঙ্গনে কাজ করছেন, সম্মানী সেই পাঁচ হাজার টাকা উল্লেখ করে মৌ শিখা লিখেছেন, ‘এখনো আমার রেমুনারেশন মাত্র পাঁচ হাজার টাকা। এটাও কি খুব বেশি? যাহোক যত দিন বাঁচি কাজ করে যেতে চাই। আপনারা ব্যাপারটা দেখবেন। আমার সহকর্মী যাঁরা আছেন, তাঁরা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন। একজন শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়