শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সিনেমা হল সংকট নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান: ‘মানসিক স্বাস্থ্যের জন্যও প্রয়োজন হল’

মনিরুল ইসলাম: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা জাহিদ হাসান দেশের সিনেমা হল সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পাওয়া 'উৎসব' ছবির প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান—প্রতিটি জেলা শহরে মানসিক স্বাস্থ্যের জন্য অন্তত কয়েকটি সিনেমা হল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক।

জাহিদ হাসান বলেন, "আমি চাই, যেমন করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য, তেমন মানসিক স্বাস্থ্যের জন্যও সিনেমা হল থাকা উচিত। এতে করে মানুষ নেশা, সহিংসতা ও ‘মব জাস্টিস’ থেকে দূরে থাকবে।"

তিনি আরও বলেন, "আমাদের যেমন শিক্ষা ও স্বাস্থ্য দরকার, তেমনি বিনোদনও দরকার। আর বিনোদনের জন্য দরকার ভালো সিনেমা ও সেগুলো দেখার পরিবেশ—সুস্থ, নিরাপদ হল। সুস্থ পরিবেশ মানুষকে সুস্থভাবে বাঁচতে শেখায়।"

এক মুহূর্ত স্মরণ করে জাহিদ হাসান বলেন, "আমি ৯০-এর দশকের মানুষ। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ছোটবেলায় দেখেছি, মা-খালারা রিকশায় কাপড় বেঁধে সিনেমা হলে যেতেন। আমরা পরিবারের সবাই মিলে ছবি দেখতাম—এটাই ছিল এক ধরনের উৎসব। এখন সেটা আর নেই।"

তিনি জানান, "আমার ছোট বোন এখন সিরাজগঞ্জে থাকে। আমাকে ফোন করে বলে—‘তোমরা ঢাকায় বসে উৎসব ছবিটি দেখছো, আর আমরা পারছি না।’ কারণ সিরাজগঞ্জে এখন কোনো সিনেমা হল নেই। এই কষ্ট শুধু আমার বোনের না, আমারও কষ্ট। আগে প্রতিটি জেলায় একাধিক সিনেমা হল ছিল, এখন নেই বললেই চলে।"

জাহিদ হাসান সরকার ও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ছবি দেখার এই আনন্দটা যেন সবাই উপভোগ করতে পারে। প্রতিটি জেলা শহরে যেন আবার সিনেমা হলে ছবি দেখার সুযোগ তৈরি হয়।"

প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়