শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জুন, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সুশীল শাহীন,  বাসা  নিকেতন সংলাপটি মিশার মুখে চমৎকার

মনিরুল ইসলাম: 'আমি শাহীন।  সুশীল শাহীন। বাসা  নিকেতন। সৎ সঙ্গে সচেতন। অসৎ সঙ্গে নিকেতন।' 
ঈদে মুক্তিপ্রাপ্ত  ' ইনসাফ ' সিনেমায় একটি ডায়লগ।  সুশীল  শাহীন নামে একটি চরিত্রে   অভিনয় করেছেন  ঢাকাই চলচ্চিত্রের এক শক্তিনাম খল অভিনেতা মিশা সওদাগর।

এই ছবিতে একটি ভয়ংকর গ্যাংষ্টার গ্রুপের দুর্ধর্ষ টেরর মিশা। তার নেতৃত্বে চলে গ্রুপটি। খুনখারাবি, চাঁদাবাজি। এলাকার আধিপত্য নিয়ে চলে যত সংঘর্ষ।  ভয়ংকরী চরিত্র এটি। সাবলীল ভাবে অভিনয় করেছেন মিশা সওদাগর। বাংলাদেশের চলচ্চিত্রে খল চরিত্রে তার তুলনা শুধু তিনিই।

টানা ৩৬ বছর ধরে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর। খলনায়ক হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছেন। তাকে কেউ টলাতে পারেনি। এটা তার প্রতিযোগিরাও বিশ্বাস করেন।

ইনসাফ সিনেমায় তার অভিনয় দেখে দর্শকরা শিহরিত। ভয়ংকর চরিত্র এতো সাবলীল ভাবে মিশার উপস্থাপনা দেখে অনেকে মন্তব্য করেছেন মিশা  আসলেই অপ্রতিদ্বন্দ্বী। তার অভিনয় দেখে ভয়ে আতংকে  উঠার মতো। ভয়ে শিহরন লাগে গায়ে।

নির্মাতা সঞ্জয় সমাদ্দারের মতে,  মিশা সওদাগর ভাই এতো বড় মাপের অভিনেতা যা কল্পনাও করা যায় না। তার ডায়লগ ডেলিভারি। ভয়ংকর এক্সপ্রেশনের তুলনা নেই।। আমরা এতো বড় মাপের অভিনেতাকে ভালো ভাবে কাজে লাগাতে পারছি কই। 

একজন বিনোদন সাংবাদিক গতকাল রাতে বসুন্ধরা  ষ্টার সিনেপ্লেক্সে  বিশেষ প্রদর্শনী শেষে আলাপকালে বলেন, মিশা ভাই দিন দিন তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন। দিন যাচ্ছে  যত তিনি আরও  অভিনয়ের পরিনতির দিকেই ধাবিত হচ্ছেন। গত ঈদে 'বরবাদ '  আর এবারের ঈদে 'ইনসাফ'  সিনেমায় ভিন্ন লুকে সিনেমা দর্শকদের সামনে হাজির হলেন। তার ভয়ংকর  অভিনয়ের মধ্যেও  ভিন্নতা খোঁজে  পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়