শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফডিসির নতুন এমডির নিয়োগ বাতিলের দাবিতে এফডিসির সামনে  ব্লকড কর্মসূচি পালন

মনিরুল ইসলাম: বিএফডিসির  নতুন এমডি  মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে আজ  রোববার বেলা ১১টার দিকে এফডিসির সামনে প্রতিবাদ সভার আয়োজন করে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’।  এসময় এফডিসির ভেতরে  আসা- যাওয়া বন্ধ  থাকে। অনেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান নেন।

এদিন দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার জন্য প্রতীকী এফডিসি ব্লকড কর্মসূচি পালন করেন তারা। 

এ সভায়  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, কারো ভুল সিদ্ধান্তের দায় রাষ্ট্র বা জনগণ নিতে পারে না, চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্ত ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্র বান্ধব কাউকে এমডি নিয়োগ করতে হবে। 

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটির আহ্বায়ক চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে  আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস আহ্বায়ক হেলাল খান, জাসাস সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন মিলন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, জিসাস নেত্রী হেনা, অভিনেত্রী কেয়া চৌধুরী, শারমিন সুলতানা, নজরুল ইসলাম, জাহিদ, আজিজ প্রমুখ।

গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়