শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্প্রতি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি শ্যানন

কৃতি শ্যানন

বলিউড তারকা মানে কি শুধুই চাকচিক্যে ভরা জীবন? পর্দায় তাদের দেখে বহু দর্শকের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই পেলব জীবনে যেন কোনো সমস্যাই নেই। দশটা-পাঁচটা চাকরির মতো যন্ত্রণা নেই। কিন্তু সত্যটা কী? সম্প্রতি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি শ্যানন। কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

কৃতি বলেছেন, ‘ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল। ভেড়িয়ার জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল। রাতেও কাজ করতে হচ্ছিল। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল। মনে হত, এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।’

ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের, যা যথেষ্ট বেগ দেয়। কৃতি তাই বলেছেন, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’ চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।’

তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়