শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইবেন ইমরান হাশমি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক বিউটি’ বলে এক সময় বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান হাশমি। নানান সমালোচনার মধ্যে এমন মন্তব্যের জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান অভিনেতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

[৩] সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফের সেই অনুশোচনার কথা জানালেন ইমরান হাসমি। তিনি জানিয়েছেন, কখনও ঐশ্বরিয়া রাইয়ের সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন।

[৪] ইমরান হাসমি বলেন, ‘আমি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। সেদিনের এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল।’ সূত্র: হিন্দুস্থান টাইমস

[৫] তিনি জানান, অভিনেত্রীর ‘হাম দিল দে চুকে সনম’ আর ইমরানের ‘কাসুর’ সিনেমার শুটিং চলছিল পাশাপাশি। ঐশ্বরিয়ার দেখা পেতে তিন ঘণ্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে ছিলেন ইমরান।  

[৬] উল্লেখ্য, ২০১৪ সালে নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৭] প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে, সেই নামই জবাবে বলতে হতো ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন।

[৮] ইমরানের ওই জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন ইমরান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়