শিরোনাম
◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ভর্তি পরীক্ষা: আবেদন কমেছে ৪৫ হাজার, প্রতি আসনের জন্য লড়ছেন কতজন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। মোট আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়ে ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে, আর প্রতি আসনে লড়বেন ৪৬ ভর্তিচ্ছু। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১.৫৯ এ শেষ হয়েছে। এবার পাঁচ  ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞানে সর্বোচ্চ ১ লাখ ১৯  হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪০।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯। 

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮  হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২।

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭ টি। আসন প্রতি আবেদন প্রায় ৯২ দশমিক ৮৯।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনকারী শিক্ষার্থীদের  কিছু সংখ্যকের পেমেন্ট জমা নিয়ে সমস্যা হাওয়ায় কিছু আবেদন এখনো পেন্ডিং রয়েছে। তবে শেষ পর্যন্ত আর অল্প কিছু আবেদন বাড়তে পারে।’ 

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়