ব্যালট পেপার ছাপানোর সংখ্যা বা স্থান কোনো সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করতে পারে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচন ইস্যুতে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দ্বায়িত্ব দেয়া হয়েছে। তবে, নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি তারা ঢাবি কর্তৃপক্ষকে সময় স্বল্পতার কারণে জানাতে পারেনি।
নির্বাচনে মোট ৪৮টি অভিযোগ এসেছে এবং সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান উপাচার্য। এ ছাড়া, কোনো প্রার্থী সিসিটিভি ফুটেজ বা ভোটারের স্বাক্ষর দেখতে চাইলে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় তাকে আবেদন করতে হবে বলে জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।