শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শুভযাত্রা বাসে হেনস্তা, হেলপার শনাক্তে বাস জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের একটি বাসের চালকের সহকারীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় বাস থেকে নামার সময় হেনস্তার শিকার হন ওই ছাত্রী।

ভুক্তভোগী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তিনি।।

প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী সাভারের রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাস থেকে নামার সময় চালকের সহকারী তাকে হেনস্তা করেন। পরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা শুভযাত্রা পরিবহনের সাভার এলাকায় কর্মরত লাইনম্যান মাসুদুর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ক্যাম্পাসে আসেন। রাত নয়টার দিকে শুভযাত্রা পরিবহনের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে থামিয়ে চাবি নিয়ে তিনি প্রশাসনের জিম্মায় জমা দেন।

এ বিষয়ে লাইনম্যান মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের একটি বাসের হেলপার (চালকের সহকারী) বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়েছেন- এমন তথ্য আমাকে জানালে আমি ক্যাম্পাসে আসি। যে হেলপার এমন ঘটনা ঘটিয়েছেন, তাকে শনাক্ত করা পর্যন্ত শুভযাত্রা ব্যানারের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের সামনে (প্রধান ফটকসংলগ্ন) থামিয়ে চাবি নিয়ে প্রশাসনকে দিয়েছি। মালিকপক্ষ এসে সমাধান হলে বাস দুটি নিয়ে যাওয়া হবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সোমবার বিকেল চারটার দিকে শুভযাত্রা বাস থেকে নামার সময় হেনস্তা করেন চালকের সহকারী। ভুক্তভোগী লিখিত অভিযোগও দিয়েছেন।

তিনি বলেন, বাসের লাইনম্যান ক্যাম্পাসে এসেছিলেন এবং বাসের মালিকপক্ষের সঙ্গেও ফোনে কথা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়