শিরোনাম
◈ হতাশ হওয়ার কিছু নেই, আশাবাদী থাকা উচিত: ক্রীড়া উপ‌দেষ্টা ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছে সরকার। সাধারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি প্রযোজ্য হবে।

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সভাপতিত্বে কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

রোববার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই সার্চ কমিটির কথা জানিয়েছে।

এতে বলা হয়, কমিটি প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে।

কমিটির কার্যক্রম হবে-যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ ও পর্যালোচনা করে প্রতিটি পদে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত এবং প্রস্তাবিত তালিকা রাষ্ট্রপতি ও আচার্যের কাছে সুপারিশ হিসেবে উপস্থাপন করা।

এই প্রক্রিয়া উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়