শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে ঢাকা সিটি কলেজের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য ঘটনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার জন্য। ছাত্ররা কলেজ থেকে যখন-তখন বেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ চুপ থাকেন এবং সংঘর্ষ বাধার উপক্রম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যরা কলেজে রুম বন্ধ করে বসে থাকেন। ভয়ে কেউ বাইরে বের হন না।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে কোনও রকম যোগাযোগের চেষ্টা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়