শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ

আগামী বুধবার ও বৃহস্পতিবার (২৩-২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

প্রসঙ্গত, দুইদিন ছুটির পর শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে আগামী চারদিন ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনিবার্য পরিস্থিতির কারণে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এদিকে ঢাকা সিটি কলেজের একটি সূত্র জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীসহ ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

কলেজ সংশ্লিষ্টরা জানান, কলেজ কর্তৃপক্ষের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা ঘটছে। সামান্য ঘটনায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে ঢাকা সিটি কলেজ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার জন্য। ছাত্ররা কলেজ থেকে যখন-তখন বেরিয়ে গেলেও কলেজ কর্তৃপক্ষ চুপ থাকেন এবং সংঘর্ষ বাধার উপক্রম হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যরা কলেজে রুম বন্ধ করে বসে থাকেন। ভয়ে কেউ বাইরে বের হন না।

শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের এক ছাত্রকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে কোনও রকম যোগাযোগের চেষ্টা না থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়