শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, "আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসবেই, ষড়যন্ত্রও থাকবে। কিন্তু মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং সকলকে পাশে থাকার আহ্বান জানাই।"

এদিকে, চারুকলা প্রাঙ্গণে আবারও মোটিফ তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ আনা হয়েছে। শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকৃতিটি তৈরি করার চেষ্টা করছেন। ককশিট ব্যবহার করে মোটিফটি যত দ্রুত সম্ভব তৈরি করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, "গত এক মাস ধরে বানানো একটি প্রতিকৃতি একদিনে তৈরি করা কঠিন। দেখা যাক, শিল্পীরা কী করেন। তারা চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই দেখবো।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা দফায় দফায় বৈঠক করছেন, পরিকল্পনা করছেন। কীভাবে কাজটি সম্পন্ন করা যায়, তা তারা ভালো জানেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়