শিরোনাম
◈ গু‌নে-গু‌নে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ ইউনূস সরকারকে সংস্কারে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই ◈ দিনের ভোট এবার রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি ◈ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার ◈ জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ বন্ধ হচ্ছে ◈ ভারতে আত্মগোপনে বাহাউদ্দিন নাছিম: কলকাতায় বিলাসবহুল জীবন, পাচার করা অর্থে ব্যবসায় বিনিয়োগ ◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি কলেজ আরও দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা সিটি কলেজ আরও দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা এক নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় আগামী রোববার (২৪ নভেম্বর) ও সোমবার (২৫ নভেম্বর) ঢাকা সিটি কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।

এর আগে, গত ২০ নভেম্বর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

এদিকে, সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নেয়ামুল হক জানান, উভয় কলেজের শিক্ষকদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সুন্দর সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি যত দ্রুত সম্ভব কলেজের ক্লাস ও পরীক্ষাগুলো স্বাভাবিক রুটিনে চালুর চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়