শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ◈ এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ নির্বাচনী চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবেলা করতে হবে: ৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ক্ষমা পাবেন কিনা, যা বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ◈ পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা ◈ আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব এলাকায় ◈ ইতালিতে বাংলাদেশি অভিবাসী সংকট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের বৈঠক ◈ নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আবারও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন সুখবর ◈ মেধা ও যোগ্যতায় মাহিন্দ্রা ও ট্রাক চালক বাবার স্বপ্ন পূরণের সারথি ওঁরা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। রোববার (৩১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি, তবে আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার।

আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের ৪ মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত চার মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসেবে আগস্টে কিছুটা কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। ১০ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

আগস্টে কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক। বেসরকারি সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক ও কম্যুনিটি ব্যাংক অব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়