শিরোনাম
◈ বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি ◈ সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাজসাক্ষী সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ◈ ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যায় না, তারা জা‌নে তা‌দের আ‌রো ভা‌লো কর‌তে হ‌বে: বি‌সি‌বি সভাপ‌তি ◈ বাকৃবিতে হল ছাড়ার নির্দেশ অমান্য করে দ্বিতীয় দিন রেলপথ অবরোধ শিক্ষার্থীদের ◈ নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ বাংলাদেশের খেলা দে‌খে মুগ্ধ নেদারল‌্যান্ডস কোচ নিকার্ক ◈ কিম জং–উন এর সবুজ ট্রেনে, কী নেই বুলেটপ্রুফ ট্রেনটিতে! জানুন এর বৈশিষ্ট্য (ভিডিও) ◈ আন্দোলন দমাতে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা: সাবেক আইজিপি মামুন ◈ ডাকসু নির্বাচন: নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুতে অনিশ্চয়তা, চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের গড়িমসি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। রোববার (৩১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি, তবে আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার।

আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের ৪ মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত চার মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসেবে আগস্টে কিছুটা কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। ১০ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

আগস্টে কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক। বেসরকারি সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক ও কম্যুনিটি ব্যাংক অব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়