শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর

মনজুর এ আজিজ :জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। তাঁরা হলেন সদস্য (কর গোয়েন্দা ও তদন্ত) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি) হোসেন আহমদ, সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আবদুর রউফ ও আয়কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. শব্বির আহমদ।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তাঁদের অবসরে পাঠানোর আদেশে বলা হয়েছে, তাঁদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

আগের দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআরের কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস তালাবদ্ধ রাখায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা সেই প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টম হাউস বন্ধ রাখায় জাকির হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

আন্দোলন করার কারণেই ‘অন্যায়ভাবে’ কর্মকর্তাদের শাস্তি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন এনবিআর কর্মকর্তারা। এ বিষয়ে একজন যুগ্ম কমিশনার আজকের পত্রিকাকে বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, হিংসাত্মকভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যাঁদের দেওয়া হলো, তাঁদের সততা লেভেলেও ক্রাইসিস নেই। তাহলে কী জন্য তাঁদের নিয়ে এগুলো করা হচ্ছে?

তিনি বলেন, ‘অর্থ উপদেষ্টা বললেন, কাজে যাও। বিজনেস কমিউনিটির মধ্যস্থতায় আমরা কাজে ফিরে এলাম। এনবিআর চেয়ারম্যান বললেন, সবাই মিলে কাজ করব। তারপরও এ রকম হলে কাজের পরিবেশটা কোথায়?’

একজন অতিরিক্ত কমিশনার বলেন, ‘স্তম্ভিত হয়ে গেছি। সরকার আমাদের ন্যায়সংগত দাবির কথা শুনল না। ছোটবেলায় শিক্ষকেরা কিছু না শুনে মার দিয়ে দিতেন। মার খেয়ে তো কিছু করার থাকত না। কারণ, শিক্ষক মেরেছেন। ফলে আমরা তো আর সরকারকে কিছু বলতে পারব না। তবে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত নয়।’

অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই গত ১২ মে মধ্যরাতে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মীরা। আন্দোলনের মধ্যে ২২ অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার কথা জানায় সরকার। এরপর কাজে যোগ দিলেও রাজস্ব খাতের সংস্কারে এনবিআর কর্মকর্তাদের উপেক্ষা ও অসহযোগিতা করার অভিযোগে আন্দোলনকারীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে অটল থাকেন। আন্দোলন তীব্র করতে গত শনি ও রোববার পালন করা হয় ‘কমপ্লিট শাটডাউন’। এতে সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।  

এই পরিস্থিতিতে গত সোমবার সরকার এনবিআরের সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যক’ সেবা ঘোষণা করে। একই দিনে এনবিআরের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ছয় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। এতে কর্মকর্তারা আন্দোলন থেকে সরে আসেন। ওই দিন সন্ধ্যায় শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তাঁরা।

সে সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, কাজ করলে সমস্যা হবে না। আর পরদিন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান সাংবাদিকদের সামনে সবাইকে সবকিছু ভুলে রাজস্ব আহরণে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এসব বিষয়ে জানতে মোবাইলে কল করা হলে উত্তর না দিয়ে কেটে দেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়