শিরোনাম
◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সরকারের এক্সিট প্ল্যান, না বিএনপির ‘বিস্কুট দৌড়’?

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০১:৫৬ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক আরও ৬ ধরনের নতুন নোটের নকশা উন্মোচন করলো

নতুন ডিজাইনের ছয়টি ব্যাংক ও কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত নোটগুলোর মধ্যে রয়েছে—৫০০, ২০০, ১০০, ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট। এসব নোটে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই রয়েছে। আর কারেন্সি নোট দুটির নতুন নকশায় অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের সই রয়েছে। একইসঙ্গে এতে যুক্ত করা হয়েছে উন্নত নিরাপত্তাব্যবস্থা, যা জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন নোট চালু হলেও পুরোনো নোটও বাজারে চালু থাকবে। 

বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় বলা হয়েছে, রবিবার (১ জুন) প্রথমবারের মতো সীমিত আকারে ব্যাংকগুলোতে এই নতুন নোট সরবরাহ করা হয়েছে। সোমবার (২ জুন) থেকে গ্রাহকরা এসব নোট সংগ্রহ করতে পারবেন। তবে ঈদুল আজহার আগমনের কারণে অতিরিক্ত চাহিদা থাকায় রাজধানীর বাইরে নতুন নোট সরবরাহে সাময়িক সীমাবদ্ধতা থাকবে।

নতুন ছয়টি নোটে যা থাকছে

৫০০ টাকার নোট: সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে শাপলার ছবি, পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। সবুজ রঙের এই নোটে ইতিহাস ও ন্যায়বিচারের প্রতীক যুক্ত করা হয়েছে।

২০০ টাকার নোট: সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য ও শাপলা, পেছনে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি। নোটটি হলুদ রঙের।

১০০ টাকার নোট: সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ও পেছনে সুন্দরবনের ছবি। নীল রঙের এই নোটে রয়েছে ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন।

১০ টাকার নোট: সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, পেছনে গণঅভ্যুত্থানকালীন গ্রাফিতি। গোলাপি রঙের এই নোটে ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটকে একত্রিত করা হয়েছে।

৫ টাকার নোট: সামনে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ এবং পেছনে একই গণআন্দোলনের শিল্পচিত্র। নোটটির রঙ গোলাপি।

২ টাকার নোট: সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং পেছনে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি। হালকা সবুজ রঙের এই নোটে রয়েছে মুক্তিযুদ্ধের স্মারক প্রতিচ্ছবি।

সব নোটে জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি, মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংযোজন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্যে বলা হয়, এই নতুন ডিজাইন বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের সংগ্রামের চিত্র বিশ্বদরবারে তুলে ধরবে।

অর্থনীতিবিদরা মনে করছেন, এ ধরনের নোট প্রচলন জাতির ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হওয়ার পাশাপাশি নিরাপত্তার দিক থেকেও নতুন মানদণ্ড তৈরি করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়