শিরোনাম
◈ লামিন ইয়ামালের রেকর্ড মূল্যে বার্সার সঙ্গে চুক্তি ◈ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা চরমোনাই পীরের ◈ রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ (ভিডিও) ◈ চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার? ◈ সচিব পদে বড় রদবদল ◈ মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার ◈ সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা ◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতি দিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। তাদের হাত ধরেই সাফল্যমণ্ডিত হয় জিপিস্টার প্রোগ্রাম। সেইসব পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।

এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও অভিজ্ঞতা পৌঁছে দিতে যারা বিশেষ ভূমিকা রেখেছে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি জানায় কোম্পানিটি।

অনুষ্ঠানে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত হয় নেটওয়ার্কিং সেশন যা উপস্থিত সকলকে উপহার দেয় এক স্মরণীয় সন্ধ্যা। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য গ্রামীণফোনের যে অঙ্গীকার, এই উদযাপন তারই প্রতিফলন; গ্রাহকদের জন্য সব দিক থেকে সেরা টেলকো-টেকের অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় তারা। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন,“জিপিস্টার ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন আমাদের পার্টনাররা। তাদের নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও অঙ্গীকারের ফলেই লয়াল গ্রাহকদের জন্য সংযোগ ছাড়াও আর অনেক আকর্ষণীয় সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। এই উদযাপন শুধু স্বীকৃতি নয় বরং পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার এক প্রয়াস; যা আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
 
জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়ালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন। লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮ হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ’বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজন, যাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়