শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: থাকছে না বয়সের বাধা, যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা ◈ অন-অ্যারাইভাল ভিসার অপব্যবহারে বাড়ছে মানবপাচার, নতুন ফাঁদে বাংলাদেশিরা! ◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ লাখ ২০ হাজার টন চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে চায় চীন

 

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শনে এসে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মি. শু ওয়েই। এসময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তিনি। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন।

এর ফলে ইউরোপ ও মধ্যপাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মত আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও উদ্যোক্তারা।
  
শিবগঞ্জ পৌর এলাকার আমচাষী আহসান হাবিব বলেন, বিকেলে আমার আমবাগান পরিদর্শন করেন চীনের একজন আমদানিকারক। তারা বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব।

এদিকে শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক ও রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান। তারা আমাদের কাছে আম কিনতে চায়। আমাদের জেলার জন্য এটা দারুন সুখবর। তিনি বলেন, চীনে আম রপ্তানি হলে, আমাদের জেলার যারা রপ্তানিযোগ্য আম উৎপাদন করে তাদের আমের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং আম রপ্তানির জন্য নতুন বাজার পাবে। 

তিনি আরও বলেন, কয়েকবছর ধরে বাংলাদেশের রপ্তানিকারকরা ঢাকার স্থানীয় বাজারে আম কিনে রপ্তানি করে আসছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। তাই খেয়াল রাখতে হবে চীনা আমদানিকারকরা যেন সরাসরি চাষিদের কাছ থেকে আম কেনেন। 

এদিকে, রপ্তানিকারক ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী স্কোয়াড্রন লিডার মাহতাব আলী বলেন, আমরা বাগান পরিদর্শন করেছি। চীনা আমদানিকারক প্রতিনিধি বাগান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আম কিনতে আগ্রহের কথা জানিয়েছেন। তবে তারা চায় বাগান থেকে প্যাকিং করে সরাসরি আম পরিবহন করে বিমানের মাধ্যমে তা দ্রুত পাঠাতে হবে। তবে তা পাঠালেই হবে না, অবশ্যই তা কোয়ালিটি নিশ্চিত করতে হবে। সেটি সম্পন্ন করতে পারলেই কৃষকরা যত খুশি আম দিতে পারবে। এক্ষেত্রে সরকারি পর্যায়ে মনিটরিংসহ কৃষকদের কোয়ালিটি সম্পন্ন আম উৎপাদন এবং লজিস্টিক সাপোর্ট জরুরি বলেও মনে করেন তিনি। তাহলেই বিপুল পরিমাণ আম রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, আজ বিকেলে রপ্তানিকারক প্রতিষ্ঠান এমটিবি এগ্রো অ্যান্ড গার্ডেনের মাধ্যমে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। বাগান পরিদর্শনে তারা রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আম নিতে আগ্রহের কথা জানান।

 তিনি বলেন, চীনের চাহিদা ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আমের। সেক্ষেত্রে আমাদের চাষিরা তাদের চাহিদা ও বিদেশে আম রপ্তানির যে, নিয়ম রয়েছে তা পূরণ করতে পারলে ব্যাপক পরিমাণ আম রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।
 
তিনি আরও বলেন, আমরা আশাবাদী প্রথমবারের মত চীনে আম রপ্তানি করতে পারলে লাভবান হবে এখানকার চাষিরা। এজন্য চাষিদের আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদনে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে আসছি এবং আম রপ্তানিতে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়