শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হত্যার পর রক্ত পান করে জনি, মোহাম্মাদপুরের আতঙ্ক ‘রক্তচোষা জনি’ র‍্যাবের হাতে গ্রেফতার (ভিডিও)

রাজধানীর মোহাম্মদপুরের দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার রক্তচোষা গ্রুপের প্রধান জনি ওরফে রক্তচোষা জনিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১১টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২’-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে বহুল আলোচিত, ছিনতাইকারী গডফাদার, রক্তচোষা গ্রুপের মূলহোতা রক্তচোষা জনিকে (৩২) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।’

খালিদুল হক আরও বলেন, ‘জনি তার প্রতিপক্ষকে কুপিয়ে রক্তাক্ত করে এবং সেই রক্ত পান করে। এই পৈশাচিক আচরণের কারণেই তাকে স্থানীয়রা তাকে ‘রক্তচোষা জনি’ নামে চিনে। জনি ও তার সহযোগিদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে ২৩ জনের একটি সক্রিয় বাহিনী মোহাম্মপুর, ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর এলাকায় ত্রাস সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘গত ৪ অক্টোবর জনির অনুসারীরা হাবিবুল্লাহ নামের এক চা দোকানিকে বিল চাওয়াকে কেন্দ্র করে কুপিয়ে আহত করে। এই ঘটনায় মামলা র‍্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে মোহাম্মপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সামুরাইসহ জনিকে গ্রেফতার করা হয়।’

জনির বরাত দিয়ে খালিদুল হক বলেন, ‘চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক, অস্ত্র ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।’

এর আগে ২০২৩ সালে জনিকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর জামিনে এসে আবারো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়