শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩৬ টি মোবাইল ফোনসহ  ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ছিনতাইকৃত ১৩৬ টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

গ্রেফতারকৃতরা হলো- মোঃ উজ্জল (৩৫), মোঃ সোহাগ (২১),  মোঃ সিয়াম (১৮),  মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৪) ও  জাহিদুল ইসলাম (৩৫)। 

সোমবার  গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাইকৃত মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি  যাত্রাবাড়ী এলাকা হতে ৫০টি মোবাইল ফোনসহ মোঃ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেফতার করে সিটিটিসি। এ সংক্রান্তে গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। উক্ত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী  সোমবার সিটিটিসি স্পেশাল এ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের  যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়