শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপাতি নিয়ে এফডিসিতে ঢুকে হামলা-ভাঙচুর, হামলাকারী যুবক গ্রেফতার

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানিক মিয়া নামের হামলাকারী এক যুবককে গ্রেফতার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, এফডিসিতে হামলার অভিযোগে এফডিসির লোকজনের সহায়তায় মানিক মিয়া নামের ওই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করছে। এ মামলায় আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক নামের ওই যুবক মাদকাসক্ত। ঠিক কী কারণে সে চাপাতি হাতে কেপিআইভুক্ত এলাকায় ঢুকে এ ধরনের কর্মকাণ্ড করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চাপাতি হাতে ওই যুবক এফডিসিতে প্রবেশ করে চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু ও এস এ হক অলিককে খুঁজতে থাকেন। তাদের না পেয়ে একপর্যায়ে এফডিসির প্রশাসনিক ভবনে ঢুকে সেখানকার বেশকিছু গ্লাস ভাঙচুর করেন।

এসময় উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী যুবককে গ্রেফতার করে। সূত্র: জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়