শিরোনাম
◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সরকার কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০ বাস আটক

ডেইলি স্টার বাংলা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে ভিক্টর ক্লাসিক পরিবহনের ১০টি বাস আটক করেছে তার সহপাঠীরা।

সোমবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বাস আটক করেন।

সূত্র অনুসারে, গুলিস্তান থেকে ওই শিক্ষার্থী বাসে উঠেছিলেন। চালকের সহকারী তাকে যৌন হয়রানি করলে তিনি প্রতিবাদ করেন। তবে বাসের যাত্রীরা কেউ প্রতিবাদ করেননি। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানান।

বাস মালিকের সঙ্গে শিক্ষার্থীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ কল রিসিভ করেননি। যে বাসে এই ঘটনা ঘটেছিল, সেই বাসটিও শনাক্ত করা যায়নি। যে কারণে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টি বাস আটকে চাবি নিয়ে নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ভিক্টর ক্লাসিকের বাসে এমন ঘটনা এই প্রথম নয়। বারবার যৌন হয়রানির ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। 'বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাস ছাড়ব না,' বলেন এক শিক্ষার্থী।

যোগাযোগ করা হলে ওই শিক্ষার্থী বলেন, 'গুলিস্থান থেকে বাসে উঠার পর থেকেই হেলপার আমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। প্রতিবাদ করলেও সে থামেনি। কন্ডাকটরকে জানালেও তিনি চুপ ছিলেন। কেউ কোনো কথা বলেনি। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়