শিরোনাম
◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০১:২৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে ডিশ ব্যাবসা কে কেন্দ্র করে দ্বন্দে একজন নিহত 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর দক্ষিণখানে সোহেল রানা নামের এক ডিশ ব্যবসায়ী কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দক্ষিণখানের মৌশাইর মাল্টি গার্মেন্টসের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানা পুলিশ।  নিহত সোহেল রানা দক্ষিণখানের আর্মি সোসাইটিতে বসবাস করতেন। লোকমুখে শুনা যায় সোহেল যুবদলের  রাজনীতির সাথে  সম্পৃক্ত ছিলেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাল্টি গার্মেন্টসের সামনে রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান এলোপাথাড়ি কোপানোর সময় সোহেলকে বলতে শোনা যায় কিরে আহাম্মদ তুই আমাকে কোপাচ্ছিস কেন।  এছাড়াও আলামিন (২২)গুরুতর  আহত হন। 

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সূত্র জানিয়েছে, সোহেলের বাম হাতে একাধিক গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী  বলেন, ‘মৌশাইর এলাকায় সোহেল নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

পরিদর্শক সুমন বলের, ‘কোপানোর পর সোহেলকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে অন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  সোহেলকে হত্যার কারণ প্রসঙ্গে জানতে চাইলে পরিদর্শক সুমন বলেন, ‘নিহত সোহেল ডিশ ব্যবসা করতেন। তাকে কী কারণে, কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়