শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ২টি রাইফেল ৫০ রাউন্ড গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত ১ আরসা সন্ত্রাসীকে জি-৩ সাদৃশ্য ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করেছে এপিবিএন। 

[৩] রোববার (১৪ জুলাই) রাত ১ টার দিকে ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসী হলেন, ১১ নম্বর ক্যাম্পের ১৫/এ -ব্লকের মৃত হাসান আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৬)।

[৫] ১৪ এপিবিএনের অধিনায়ক (অতি: ডিআইজি) মো. ইকবাল, রোববার এসব তথ্য জানান। 

[৬] তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. আরেফিন জুয়েল, সহ অধিনায়ক (পুলিশ সুপার) এর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে সদ্য মিয়ানমারের যুদ্ধ হইতে ফেরত আরসা সন্ত্রাসী রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে তার নিজ হেফাজত থেকে ২টি জি-৩ সাদৃশ্য রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়