শিরোনাম
◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমান্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসুরকে কুপিয়ে মারলেন ছোট ভাইয়ের স্ত্রী

তুচ্ছ ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় তুর্কিপ্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী সীমা বেগমের বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

টুকু মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্ৰামের ইদ্রিস মোল্লার ছেলে। তিনি ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু মোল্লা দুই দিন আগে বাড়িতে আসেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় হাঁস পালনকে কেন্দ্র করে তার সঙ্গে তুরস্ক প্রবাসী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সীমা তার হাতে থাকা বটি দিয়ে ভাসুর টুকু মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় টুকু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর সীমা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. মামুন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়