শিরোনাম
◈ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে বর্ণবাদের দুর্গন্ধ, ইলহান ওমরকে আবর্জনা বললেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ১৩ ঘন্টা পর প্রতিবেশীর ঘর থেকে  শিশু সাবা'র লাশ উদ্ধার, প্রতিবেশী শান্তনা আটক 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর সাইমা আক্তার সাবা নামের সাড়ে ৩ বছর বয়সী এক শিশুর লাশ প্রতিবেশীর ঘর থেকে উ'দ্ধা'র করেছে পুলিশ।

বুধবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবাকে হত্যা করেছে প্রতিবেশী, যাদের ঘর লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত শিশু সাইমা আক্তার সাবা পবহাটি এলাকার ভ্যানচালক, সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটদনায় প্রতিবেশী শান্তনা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শিশু সাইমা আক্তার সাবা বুধবার সকাল ৮ টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রাত ৯ টার দিকে প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুনকে বোরখা পড়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে স্থানীয়রা সন্দেহ করে। পরে তার ঘরে প্রবেশ করে খাটের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ। শিশুর হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবী করেছেনিহতের স্বজন ও এলাকাবাসী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়