শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান্না না থামায় ডাক্তারের কাছে নিয়ে যান মা, পরীক্ষায় জানা যায়- ধর্ষণের শিকার শিশুটি

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত।এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনা থানায় কেউ অভিযোগ করেনি।তবে যদি কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে থাকে এবং এ নিয়ে কোন ব্যবস্থা না নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সূত্র: সিলেট টুডে ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়