শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মামলায় অপর দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামীদের উপস্থিতে এই রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আঃ খালেক শেখের ছেলে আঃ আলিম, মোজাম সেখ, আঃ রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মোঃ আবু বক্কার। দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীরা হলো, একই গ্রামের আঃ আলিম সেখের ছেলে আব্দুল্লাহ ও আঃ সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় মোঃ আমির হামজা সেখ ও মোছাঃ লিলি খাতুনকে বে-কসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলা সুত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আঃ আলিম সেখ গংদের সাথে মোঃ আশরাফ আলীর রাস্তার নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আঃ আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে  দেশীয় অস্ত্র ছোড়া, লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে ফেলে দিয়ে যায়। এসময় আশরাফ আলীর মাথার পিছনের হাড় ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা হেলথ এন্ড হোপ স্পেশালজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার দুই দিন পর ১১ সেপ্টেম্বর নিহত আশরাফ আলীর স্ত্রী সুফিয়া খাতুন ৬জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫/৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এসআই) মোঃ ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন। মামলায় আসামী পক্ষে আইনজীবি ছিলেন এ্যাডঃ আব্দুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়