শিরোনাম

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানিকে অপহরণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা কেন্দ্রে করে মো. সনি আহম্মেদ নামে এক দোকানিকে অপহরণের অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজারে অভিযার চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় অপহৃত দোকানি সনি আহম্মেদকে। জব্দ করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও।

মঙ্গলবার দুপুরে এসব তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর মধ্যপাড়ার- হাবিবুর রহমানের ছেলে মো. আরিফ হোসেন (২৫) ও নাসির উদ্দিনের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন (২৫), কালিগঞ্জ লজিবটোলা এলাকার আঃ মালেকের ছেলে মো. আল আমিন (২২), এরাদত বিশ্বাসটোলা এলাকার মৃত নাজেলের ছেলে মো. রাজু (২৩) ও দৌলতপুর মোড়লটোলা এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রাজু হোসেন (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, শিবগঞ্জের দাইপুকুরিয়া-বাগবাড়ী গ্রামের শাওবান হোসেনের ছেলে মো. সানি আহম্মেদ সোমবার দিবাগত রাতে মুদি দোকান বন্ধ করে দুজন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। বাগবাড়ী ফিল্ড বাজার মোড়ে পৌঁছালে ৮-৯জন মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক দোকানি সানিকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায় তারা। সঙ্গে থাকা বন্ধুরা বাড়িতে গিয়ে তার পরিবারকে অপহরণের বিষয়টি জানায়। সনির পরিবার পুলিশের শরণাপন্ন হলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে সনিকে উদ্বার করা হয়। অহরণের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে সনি ও অপহরণকারীদের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় সনির পরিবার শিবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়