শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চোরাই স্বর্ণ-রূপা সহ দুই চোর গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে চুরিকৃত স্বর্ণ ও রূপার অলংকারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে মো. সোহাগ আলী (২২) এবং শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার জেরিন (১৭)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) গত ১৮ আগস্ট ছেলে অসুস্থ হওয়ায় ঢাকায় চিকিৎসার জন্য যান। ২১ আগস্ট বাড়ি ফিরে তিনি আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার খুঁজে পাননি। খোঁজাখুঁজির পরও না পাওয়ায় ধারণা করেন চুরি হয়েছে।

এদিকে ভুক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসকারী ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর শাহমখদুম থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

পরে পুলিশ জেরিনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, পরিবারের সবাই ঘুমিয়ে গেলে ২১ আগস্ট সকাল ১০টার দিকে সে আসামি সোহাগ আলীর পরামর্শে স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানার নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।

জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়