শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা টাকার লোভে গলাকাটা হত্যা: সজিব গ্রেপ্তার, সিরাজের খোঁজে অভিযান

রুবেল মজুমদার, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে টাকার লোভে যুবক আমিনুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। র‌্যাব-১১ চান্দিনার অভিযান চালিয়ে হত্যাকারী চক্রের সন্দেহভাজন সজিব (২০) কে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া, রক্তমাখা লুঙ্গি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-১১ কুমিল্লা শাকতলা ক্যাম্পে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান ইবনে আলম জানান, ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আমিনুল বাড়ি থেকে বের হয়ে সিলেট ভ্রমণের কথা বলেছিলেন। পরদিন তার লাশ মোস্তফাপুরের বালুর মাঠ থেকে উদ্ধার করা হয়।

প্রতারক চক্রের সদস্য সিরাজ (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে আমিনুল থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর সজিবসহ সহযোগীরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে এবং লাশ চাপা দিয়ে গুমের চেষ্টা করে।

গ্রেপ্তারকৃত সজিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সম্পৃক্ততা স্বীকার করেছে। সে চান্দিনা উপজেলার বদরপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। হত্যাকারীরা আত্মগোপন করলেও র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ও নির্মম, মূল লক্ষ্য ছিল অর্থ ও সম্পদ হাতানো। হত্যায় জড়িত অপর আসামী সিরাজের খোঁজে অভিযান চলছে। গ্রেপ্তারকৃত সজিবকে বর্তমানে সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়