শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে তিন কেজি গাঁজাসহ এক কারবারী গ্রফেতার!

জিয়া উদ্দনি সিদ্দকিী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে তিন কেজি গাঁজাসহ আমিরুল মাদবর (৩৫) নামে এক চিহ্নতি মাদক কারবারীকে পুলিশ গ্রফেতার করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বরে) সকাল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তেিত আমতলী থানা পুলিশের একটি দল উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে (গাজীপুর টু সাহেববাডি) সড়কের উপর থেকে গাঁজা কারবারী আমিরুলকে আটক করে। ওই সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে তিনটি পলিথিন ব্যাগের মধ্যে থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করে থানায় নিয়ে আসে। 
 
কারবারী আমিরুল মাদবর হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মোস্তফা মাদবরের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এরপূর্বেও তিনি ৫ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারী করা শুরু করেছে।

কারবারী আমিরুল মাদবরের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর কারবারী আমিরুলকে ওই মামলায় গ্রফেতার দেখিয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্েরট আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জগলুল হাসান বলেন, কারবারী আমিরুল মাদবর একজন চিহ্নতি মাদক কারবারী। এরকাধিকবার মাদক নিয়ে ধরা পড়েছে। আজকেও তিন কেজি গাঁজাসহ তাকে গ্রফেতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়