শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় অটোরিকশা চালককে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক রায়ফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মাহফুজার রহমান মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন এলাকায় র‍্যাব-১৩ এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার সতী নদীর তীরে নিখোঁজ রায়ফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৫৫/৩৬১, তারিখ-২০/০৮/২০২৫, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

‎এই লোমহর্ষক ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। এরপর র‍্যাব-১৩ মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং নিবিড় গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় রংপুর র‍্যাব-১৩ সিপিএসসি ও সদর কোম্পানি এবং ঢাকার র‍্যাব-৪ মিরপুর ক্যাম্পের আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মাহফুজার রহমান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মামুন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের বাসিন্দা। র‍্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়