শিরোনাম
◈ নেতাদের বেশি তেল মাইরেন না, জনগণের আশা পূরণে কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থাইল্যান্ডে শ্রম সংকট: বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা ◈ বাড়িতে হা-মলা, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (ভিডিও) ◈ রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্তি আইজিপি শামসুদ্দোহা ◈ প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, অক্টোবরে দেশের ১৫০ উপজেলা স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা ◈ ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০ ◈ ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে ৪৪ দেশের ১০০ জাহাজ, কী ঘটতে যাচ্ছে? (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকার কাগুজে বাঘ, বাস্ত‌বে নিন্দা আর বিবৃতির  ◈ এবার ড. ইউনূস সরকারকে চাপে রাখতে দিল্লির বাংলাদেশবিরোধী সেমিনার আয়োজন! ◈ শক্তিশালী ঝড় ‘কিকো’ এগোচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দিকে

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফুটপাত দখলমুক্ত

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক রেদওয়ান ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মামলাগুলো করা হয়। এসময় পৌরবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার দুপাশে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানচলাচলের জন্য  স্বাভাবিক করা হয়।

অভিযান শেষে ইউএনও নাছরীন আক্তার বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের সময় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতারাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত অভিযান হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ক্রেতারা প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে।

প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ও ভোক্তার অধিকার নিশ্চিতে দাউদকান্দিতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়